জুমবাংলা ডেস্ক : গাইবান্ধায় আওয়ামী লীগের বর্ধিত সভায় হামলা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। জেলা নেতাদের উপস্থিতিতে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় রোববার (০৩ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
দল থেকে সম্প্রতি বহিষ্কৃত কয়েকজন নেতার নেতৃত্বে প্রায় দেড়শ জন এ ঘটনা ঘটায় বলে অভিযোগ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লব।
তিনি জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফজলুল হক রানা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে। এ স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতা। এ কারণে দল থেকে ১৬ জন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকে বহিষ্কার করা হয়।
তিনি আরও বলেন, বহিষ্কৃত এসব নেতাদেরকে রোববার অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ডাকা হয়নি। এ কারণে তারা কিছু ভাড়াটে লোকজন নিয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় হামলা করেছে।
বিপ্লবের দাবি করেন, তাদেরকে ঠেকাতে গিয়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে।
নলডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সম্প্রতি ওই ইউনিয়নের বরখাস্ত হওয়া চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন জানান, উপজেলা আ.লীগ তাদেরকে অনিয়মতান্ত্রিকভাবে দল থেকে বরখাস্ত করেছে। কিন্তু একবছর পরেও এই সংক্রান্ত কোন কাগজপত্র তারা পাননি। আবার রোববারের বর্ধিত সভাতেও তাদেরকে ডাকা হয়নি। এই কারণে সভাস্থলে তারা নেতা-কর্মীসহ গিয়েছিলেন। সেখানে মৃদু কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে।
সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং সভাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel