বছর সেরা ফুটবলার মেসি, সেরা পঞ্চাশের বাইরে রোনালদো
স্পোর্টস ডেস্ক : নানা নাটকীয়তায় মোড়া ছিল ২০২২ সাল। ওই বছরই অনুষ্ঠিত হয়েছে কাতার বিশ্বকাপ। সব কিছু বিবেচনায় নিয়ে বছর সেরা ১০০ ফুটবলার বাছাই করেছে ইংলিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। যেখানে সেরা ফুটবলার হয়েছেন আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতানো লিওনেল মেসি।
২০২২ সালের সেরা ফুটবলারদের মধ্যে সেরা তিনে জায়গায় পেয়েছেন মেসি, এমবাপ্পে ও করিম বেনজেমা।
প্রতি বছরই সেরা ১০০ জন ফুটবলারের তালিকা প্রকাশ করে গার্ডিয়ান। এবারও তার ব্যতিক্রম হলো না। এ বছর ২০৬ জনের একটি নির্বাচক প্যানেল এই তালিকা তৈরি করেছেন। যেখানে নেইমার ১২তম স্থানে ও ক্রিস্টিয়ানো রোনালদো ৫১তম স্থানে রয়েছেন। মেসি ছাড়া তালিকায় সেরা পাঁচের অন্য ফুটবলাররা হলেন- কিলিয়ান এমবাপ্পে (২য়) , করিম বেনজেমা (৩য়), এরলিং হল্যান্ড (৪র্থ) ও লুকা মদ্রিচ (৫ম)।
কাতার বিশ্বকাপ জেতানোর পথে অসামান্য পারফরম্যান্স করেছিলেন মেসি। পুরো টুর্নামেন্টে ৭ গোল করার পাশাপাশি ৩টি অ্যাসিস্টও করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়া কিলিয়ান এমবাপ্পেও কাতার বিশ্বকাপে ছিলেন দুর্দান্ত ফর্মে। ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপ্পে টুর্নামেন্টে গোল করেছিলেন ৮ গোল। ফাইনালে গিয়ে মেসির আর্জেন্টিনার কাছেই হার বরণ করে তার ফ্রান্স।
ক্লাব ফুটবলে দারুণ সময় কাটালেও কাতার বিশ্বকাপটা মোটেই ভালো যায়নি নেইমারের। তার দল ব্রাজিল ছিটকে যায় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে, ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে। টুর্নামেন্টে তিনি করেছিলেন ২ গোল। অন্যদিকে রোনালদোর পর্তুগালও কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে। মরক্কোর বিপক্ষে শেষ চারের লড়াইয়ে তারা হারে ১-০ গোলে।
রাতের ঘুম উড়িয়ে দেবে উল্লুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।