স্পোর্টস ডেস্ক : বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের খেলা সবে শুরু হয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই ঘটেছে এক অভিনব ঘটনা। খেলার বিরতিতে কলা খেতে চেয়েছিলেন ফরাসি তারকা এলিয়ট বেনসেট্রিট। কিন্তু তাতে বাধ সাধেন স্বয়ং আম্পায়ার। কেননা কলা নেয়ার পর এলিয়ট বল বয়কে বলেছিলেন কলাটা ছিলে দাও। একই সময় উপরে থাকা আম্পায়ার বলে ওঠেন, ও তোমার দাস নয়, নিজেরটা নিজে ছিলে খাও। খবর : সিএনএন
এরপরে আর বেশি কিছু ঘটেনি। কিন্তু এই দৃশ্যর ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বাছাইপর্ব পেরোতে দিমিত্রি পোপকোকে ৪-৬, ৬-২ ও ৬-৩ গেমের সেটে হারিয়ে বেশ খোশ মেজাজেই ছিলেন এলিয়ট। তাই খুশি মনেই বল বয়কে কলাটা ছিলে দিতে বলেছিলেন। কিন্তু ওই কাজটি বল বয়ের নয় বলে আম্পায়ার জন ব্লুম নিজেই এই কাজটি করতে বাঁধা দেন।
পরে অবশ্য নিজে ব্যাখ্যা দিয়েছেন এলিয়ট। তিনি জানিয়েছেন, আম্পায়ার এমন করবেন এটা আমি বুঝতে পারিনি। যদিও ওই সময় আমি হাতে ক্রিম লাগাচ্ছিলাম বলেই ওকে (বল বয়কে) কলাটা ছিলে দিতে বলেছিলাম।
So this is the moment where Elliot Benchetrit asks the ballkid to peel his banana. I’m glad the umpire (John Blom) stepped in and told him off. pic.twitter.com/TK1GET68pG
— Alex Theodoridis (@AlexTheodorid1s) January 19, 2020
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।