বিনোদন ডেস্ক : ২০২৩ সালটা বলিউডের জন্য বিশেষ একটি বছর। তবে শাহরুখ খানের জন্য এটি একটি সোনালী সময়কাল। এ বছর নতুন করে প্রত্যাবর্তন করেছেন কিং খান। শুধু প্রত্যাবর্তনই নয়, তাঁর নতুন ফেরা বলিউডেও ইতিহাস রচনা করেছে যা মনে রাখবে কোটি অনুরাগীরা! দীর্ঘ সাড়ে চার বছরের মতো আড়ালে থাকার পর পাঠান দিয়ে বলিউডে ফিরে নতুন এক দিগন্ত উন্মোচন করলেন শাহরুখ খান।
বছরের শুরুতে সেই যাত্রা বছর শেষে ডানকি দিয়ে শেষ করলেন শাহরুখ। এক বছরের টাইমলাইনে গড়লেন অসংখ্য রেকর্ড। সেই সঙ্গে এতোদিন ধরে ভারতীয় বক্স অফিসের মাস্টার হিসেবে খ্যাত আমির খানের রেকর্ডও নিজের দখলে করে নিলেন শাহরুখ।
বছরের শুরুতে পাঠান দিয়ে বক্স অফিসে তোলপাড় ফেলে দেন শাহরুখ খান।
এরপর থেকে রেকর্ডের গাড়িতে চড়েই পাড়ি দিয়েছেন গোটা বছরটা। বলিউডে প্রথমবারের মতো ৪০০ কোটি, ৫০০ কোটি এবং ৬০০ কোটি ক্লাবের উদ্বোধন করেছেন শাহরুখ খান। এতদিন ধরে ৩০০ কোটি ক্লাবে প্রবেশের প্রথম তারকা ছিলেন আমির খান। আমিরের রেকর্ড ভেঙে একই বছরে দুটি হাজার কোটির সিনেমা উপহার দিয়ে অনন্য রেকর্ডও গড়েছেন শাহরুখ।
আর বছর শেষে ২৫০০ কোটি আয়ের মাধ্যমে ইতিহাস রচনা করলেন কিং খান, যে ইতিহাসে নেই আর কোনো ভারতীয় অভিনেতার নাম। আমির খানের দঙ্গল এর আগে ২০০০ কোটি আয় করেছিল। সেই রেকর্ডও ভেঙে একাকার দিলেন শাহরুখ।
তবে আমির খানের দঙ্গল এক ক্যালেন্ডারের হিসেবে ২ হাজার কোটি আয় করেনি। চীনে পরের বছর সিনেমাটি মুক্তি পায় এবং এর লাইফটাইম আয় ২ হাজার কোটি অতিক্রম করে।
সেই হিসেবে এক বছরের আয়ের নিরিখে শাহরুখ খানের ২৫০০ কোটির বেশি আয় এখন পর্যন্ত যেকোনো ভারতীয় তারকার জন্য সর্বোচ্চ। এক বছরের ক্যালেন্ডারে এখন পর্যন্ত ১৫০০ কোটির বেশি কোনো ভারতীয় তারকা আয় করতে পারেনি।
২০২৩ সালে শাহরুখের পাঠান ও জওয়ান বিশ্বব্যাপী যথাক্রমে ১০৫০ ও ১১৫২ কোটি আয় করেছে। যেখানে আমির খানের দঙ্গল চীনে মুক্তির পর ২ হাজার কোটির ক্লাবে প্রবেশ করে, সেখানে শাহরুখের সিনেমাটি দুটি এখনো চীনে মুক্তি দেওয়া হয়নি। এখানেও অনন্য রেকর্ড শাহরুখের। এ বছর কিং খানের সর্বশেষ রিলিজ ডানকি ইতোমধ্যে ৩০০ কোটির আয় ছাড়িয়েছে। যার ফলে এক বছরে ২৫০০ কোটির আয় ছাড়িয়েছে কিং খানের। এক কথায় বলতে গেলে, নিজের প্রত্যাবর্তনের বছরে ইতিহাস তৈরি করেছেন শাহরুখ খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।