জুমবাংলা ডেস্ক : পূর্ণিমা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ হারেঞ্জা গ্রামের মেনু মিয়ার মেয়ে। সে স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
পূর্ণিমার বাবা মেনু মিয়া জানান, গত এক মাস আগে পূর্ণিমার ব্লাড ক্যান্সার ধরা পড়লে তাকে চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন পূর্ণিমাকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসা করাতে হবে। এ জন্য ১২ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন।
তিনি আরও জানান, বর্তমানে পূর্নিমা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন। সে বাঁচতে চায়।
স্থানীয় ডা. শামছুউদ্দিন খান জানান, ব্লাড ক্যান্সারে আক্রান্ত পূর্ণিমার উন্নত চিকিৎসা প্রয়োজন। সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
মেনু মিয়া একজন অসহায় ও দরিদ্র মানুষ। এরই মধ্যে মেয়ের ক্যান্সারের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। আর তাই মেয়েকে বাঁচাতে শেষ ভরসা সমাজের বৃত্তবান মানুষের সহযোগিতা।
পূর্ণিমাকে সাহায্য পাঠানোর ঠিকানা-পূবালী ব্যাংক ০৫৫৭১০১১২০৪৯৯, সোনালী ব্যাংক- হিসাব নম্বর ০২০২২০১০০৪৮৫৪।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।