Advertisement
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় জানান, সকালে বাঁশঝাড়ে ওই তরুণীর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি জানান, নিহতের গলায় আঙুলের ছাপ রয়েছে। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে ওই তরুণীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বাঁশঝাড়ে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।