জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ থেকে একটি খালি ট্রাক বেনাপোল সীমান্ত দিয়ে পেট্রাপোলে ঢুকছে- এই খবর পেয়েই টানটান হয়ে যায় বি এস এফের ১৪০ বাটালিয়ানের জওয়ানরা। তাদের কাছে টিপ অফ আছে যে বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনি সামগ্রী পাচার হবে। ট্রাকটি তাই পেট্রাপোল সীমান্তে আসতেই ১৪০ বাটালিয়ান সেটিকে আটকায়। তন্ন তন্ন করে তল্লাশি করেও কিছু মিলন না। কিন্তু, খবরিরা কী ভুল খবর দেবে! একটি গুদাম এ নিয়ে গিয়ে ট্রাকটিতে ফের তল্লাশি শুরু হল। এবার আর ভুল হলোনা।
ট্রাক এর সাউন্ড সিস্টেম এর দুটি লাউড স্পিকারের পিছনেই সেই প্রার্থীত বস্তুর সন্ধান পাওয়া গেল। ৩৬টি সোনার বিস্কুট। ওজন প্রায় সাড়ে চার কিলোগ্রাম। বাজার মূল্য প্রায় তিন কোটি রুপি। আরও জেরা করতেই দেখা গেল ওই সোনা উত্তর চব্বিশ পরগনার এক ব্যাবসায়ীর হাতে পৌঁছানোর কথা ছিল।
তদন্তে দেখা যায় এই বেআইনি সোনা আসছিলো বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে। গত কয়েকদিনে এই নিয়ে তৃতীয় চোরা চালান ধরা পড়লো। কোনও আন্তর্জাতিক চক্র এর সঙ্গে জড়িত কিনা সেই অনুসন্ধান চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।