স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের আগে বাংলাদেশ ক্রিকেট দলে জোড়া ধাক্কা। চোটের জন্য দল থেকে ছিটকে গেলেন উইকেট রক্ষক-ব্যাটার নুরুল হাসান এবং পেসার হাসান মাহমুদ।
নুরুলের জায়গায় দলে এসেছেন মোহম্মদ নাঈম। তিনি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন। সেখান থেকেই সংযুক্ত আরব আমিরশাহি পৌঁছে সাকিব আল হাসানদের সঙ্গে যোগ দেবেন তিনি।
দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরে জিম্বাবোয়ে সফরে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছিলেন নুরুল। জিম্বাবুয়েতে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান তিনি। গত সপ্তাহে সিঙ্গাপুরে নুরুলের ডান হাতের আঙুলে অস্ত্রোপচার হয়েছে। অন্য দিকে, অনুশীলনে ডান পায়ের গোড়ালির লিগামেন্টে চোট পেয়েছেন মাহমুদ। তাঁর সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। মাহমুদের পরিবর্ত ক্রিকেটারের নাম অবশ্য ঘোষণা করা হয়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা মনে করেছিলেন, এশিয়া কাপে খেলতে পারবেন নুরুল। তাই তাঁকে দলে রাখা হয়। কিন্তু প্রতিযোগিতার আগে নুরুলের পক্ষে সুস্থ হওয়া সম্ভব নয়। সে কারণে তাঁর পরিবর্তে নঈমকে দলে নিলেন বাংলাদেশের নির্বাচকরা। উল্লেখ্য, এখনও পর্যন্ত নঈম দেশের হয়ে ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
এশিয়া কাপে তিন বার ফাইনাল খেলেছে বাংলাদেশ। এ বার গ্রুপ পর্বের ম্যাচে শাকিবের দলের দুই প্রতিপক্ষ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। বাংলাদেশ শেষ ১৫টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে দু’টিতে জয় পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।