স্পোর্টস ডেস্ক : সযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। আগামী শুক্রবার (১৯ নভেম্বর) থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখতে পারবে। তবে কোভিভ-১৯ এর টিকা দিতে হবে বলে শর্ত দেয়া হয়েছে।
আগামী শুক্রবার বাবর আজমদের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহ বাহিনী। সেই ম্যাচের আগেই প্রকাশ করা হলো বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য এবং কোথায় পাওয়া যাবে সে তথ্য। বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মিরপুরেরশহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কাউন্ডারে টিকেট বিক্রি শুরু হবে।
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকেট বিক্রি হবে। টিকেট বাকি থাকলে ম্যাচের দিন ওই কাউন্টারেই টিকেট পাওয়া যাবে। ১৮ বছরের বেশি বয়সীদের স্টেডিয়ামে ঢুকতে অবশ্যই কোভিড-১৯ ভ্যাকসিন সার্টিফিকেট দেখাতে হবে। স্টেডিয়ামে প্রবেশকালে ভ্যাকসিন সার্টিফিকেট প্রদর্শন করতে হবে।
টিকিটের মূল্য নিম্নরূপ
গ্র্যান্ডস্ট্যান্ড: ১০০০ টাকা, ভিআইপি: ৫০০ টাকা, ক্লাব হাউজ: ৩০০ টাকা, উত্তর-দক্ষিণ স্ট্যান্ড: ১৫০ টাকা, পূর্ব গ্যালারি: ১০০ টাকা করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।