স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ইমার্জিং এশিয়া কাপের আজকের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করছে ভারত। আর এই ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ২৪৭ রানের টার্গেট দিয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা।
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা ভারত প্রথম উইকেট হারায় দলীয় ১৯ রানেই। শরৎ ১২ রান করে হাসান মাহমুদের বলে আউট হলে ভাঙে ওপেনিং জুটি।
এরপর জুয়াল ও সানভির সিং মিলে এগিয়ে নেয়ার চেস্টা করেন। দলীয় ৬১ রানের মাথায় সৌম্য সরকারের বলে সানভির ২৬ রান করে আউট হলে ভাঙে এই জুটি।
এরপর এক রানের মধ্যেই দুই উইকেট হারায় ভারত। দলীয় ৮৭ রানে মেহেদী হাসানের বলে জুয়াল (৩৭) ও ৮৮ রানের মাথায় রাথোড (০) সুমন খানের বলে আউট হন।
এরপরই আবার দারুণ এক জুটিতে ম্যাচে ফেরে ভারত। ৮৮ থেকে ২১৩তে রানকে নিয়ে যায় আরমান জাফর ও বিনয়ক গুপ্তা। গুপ্তা ৪০ রান করে আউট হলে ভাঙে এই জুটি। সৌম্য সরকারের বলে আউট হন তিনি।
এরপর একপাশে জাফর দাড়িয়ে থাকলেও অন্য প্রান্তে পরপর দুই উইকেট হারায় ভারত। দুজনেই আউট হন শূন্য রানেই। এই তারকাদের আসা যাওয়ার মিছিলে যোগ দেন জাফরও। ৯৮ বলে ১০৫ রান করা জাফর অস্টম উইকেট হিসেবে আউট হন দলীয় ২১৯ রানের মাথায়। শেষ পর্যন্ত ভারত ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৪৬ রান করে ভারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।