স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে বাংলাদেশ শীর্ষস্থানে ছিল। গতকাল (১৮ মার্চ) প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর সেই অবস্থান আরও পাকাপোক্ত হলো। বিশ্বকাপে কোয়ালিফাই করার আরও কাছে চলে গেলো টাইগাররা।
অন্যদিকে, ১০ ম্যাচে ৩ জয় ও ৩৯ পয়েন্ট নিয়ে দশ নম্বরে ছিল দক্ষিণ আফ্রিকা। গতকাল বাংলাদেশের কাছে হারার পরও তাদের অবস্থান একই রয়েছে। উল্টো এখন ম্যাচের সংখ্যা একটি বেড়েছে (১১)।
এই মুহূর্তে শীর্ষে থাকা বাংলাদেশের ১৬ ম্যাচে জয় ১১টি ও পরাজয় ৫টিতে পয়েন্ট সর্বোচ্চ ১১০। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড একটি ম্যাচ কম খেলেছে। তাদের ৯টি জয়ের বিপরীতে ৫টি পরাজয় এবং একটির কোনো ফল হয়নি, পয়েন্ট ৯৫। তৃতীয় স্থানে রয়েছে ভারত। তাদের ১২ ম্যাচে ৮ জয়ের বিপরীতে পরাজয় ৪টিতে, পয়েন্ট ৭৯।
ডি ভিলিয়ার্সের কথাগুলো আমার কাজে লেগেছে: রাব্বি
মোট ১৩টি দল সুপার লিগ খেলছে। এদের মধ্যে ভারত সহ শীর্ষ আটটি দল সরাসরি ২০২৩ সালের বিশ্বকাপে কোয়ালিফাই করবে।
একনজরে আইসিসি ওয়ানডে সুপার লিগের বর্তমান পয়েন্ট টেবিল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।