স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বিশ্রাম পাচ্ছে না বাংলাদেশ দল। দেশে ফেরার পর আবার রওনা দেবেন জিম্বাবুয়ের উদ্দেশে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ১৬ জুলাই গায়েনার প্রভিডেন্সে শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ। তারপর দেশে ফিরে এক সপ্তাহের মধ্যেই যেতে হবে জিম্বাবুয়ে।
সেখানে জিম্বাবুয়ের সঙ্গে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টিম বাংলাদেশ। এই সফরের সূচিও চূড়ান্ত হয়ে গেছে। আগামী ২৫-২৬ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে যাত্রা। ২৭ জুলাই জিম্বাবুয়ে পৌঁছাবে টাইগাররা। ২৮ জুলাই প্রথম অনুশীলন।
এরপর ৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। পরের ম্যাচটি ১ আগস্ট। আর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২ আগস্ট।
এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেটা মাঠে গড়াবে ৫ আগস্ট। বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৭ ও ১০ আগস্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।