স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় তুলে নিয়ে শিরোপা ভাগাভাগি করে নিয়েছে আফগানিস্তান।
সিরিজের প্রথম ম্যাচটিতে টাইগারদের বিপক্ষে ৬১ রানের শোচনীয় পরাজয় বরণ করেছিল আফগানরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে তারাই টাইগারদের কোনো পাত্তা দেয়নি।
ম্যাচ শেষে আফগান অধিনায়ক মোহাম্মদ নবি জানিয়েছেন, প্রথম ম্যাচে করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নামেন তারা। আর সেই শিক্ষা কাজে লাগানোয় পরের ম্যাচেই সাফল্য পেয়েছেন।
এ ব্যাপারে মোহাম্মদ নবি বলেন, ছেলেরা অনেক ভালো খেলেছে। বিশেষ করে প্রথম ইনিংসে (বোলিংয়ে)। বোলাররা দারুণ চেষ্টা করেছে। ফিল্ডিংও বেশ ভালো ছিল। হজরতউল্লাহ ও গনি আমাদের জন্য অসাধারণ ব্যাটিং করেছে।
মোহাম্মদ নবি আরও বলেন, প্রথম ম্যাচে ব্যাটিং করার সময় আমরা ভুল করেছিলাম। আর আমরা এই বিষয়টির ওপরই পরবর্তীতে কাজ করি। দ্বিতীয় ম্যাচে এ ভুলগুলো সংশোধন করেছি।
আফগান অধিনায়ক আরও বলেন, আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি তরুণ ও শক্তিশালী দল গঠনের চেষ্টা করছি। মোমেন্টাম ধরে রাখার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।