বাংলাদেশের সাথে খেলেই দেশে ফিরে যাবেন মালিঙ্গা


স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপ খেলতে সর্বোচ্চ ছাড় দিতে রাজি ছিলেন শ্রীলঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। এমনকি বোর্ডের শর্তপূরণে আইপিএল ছেড়ে দিয়ে দেশের ঘরোয়া টুর্নামেন্টেও অংশ নেয়ার প্রস্তুতি নিয়েছিলেন তিনি।

যদিও শেষপর্যন্ত আইপিএল বাদ দিতে হয়নি, মিস করেছেন কিছু ম্যাচ। তবে দেশের ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্টে অংশ নিয়ে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে। কিন্তু বিশ্বকাপ চলাকালীন পেলেন দুঃসংবাদ। যে কারণে ফিরতে হবে দেশে।

তবে বিশ্বকাপের কোনো ম্যাচ মিস করবেন না ঝাঁকড়া চুলের এ পেসার। মূলত তার শ্বাশুড়ি পরলোক গমন করায় দল ছেড়ে দেশে ফিরতে হবে তাকে।

আজ (মঙ্গলবার) বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খেলেই দেশে ফিরে যাবেন মালিঙ্গা। শ্বাশুড়ির শেষকৃত্য শেষ করে আবার দলের সঙ্গে যোগ দেবেন শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচের আগেই।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক আনুষ্ঠানিক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। যেখানে তারা লিখেছে, ‘শ্বাশুড়ির মৃত্যুর কারণে বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচের পর দেশে ফিরে যাবেন মালিঙ্গা। আশা করা হচ্ছে আগামী ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই পুনরায় দলের সঙ্গে যোগ দেবে সে।’

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *