জুমবাংলা ডেস্ক : বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৩ মে) সকাল ৮টার দিকে ফকিরহাট উপজেলার নওয়াপাড়া শহীদ স্মৃতি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি খাদে পড়ে ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রী মারা যায়।
ঘাতক বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।