জুমবাংলা ডেস্ক: ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আজ শুক্রবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ার চর ক্যাথলিক গীর্জা পরিদর্শন করেন। খবর বাসসের।
এ সময় এক আলোচনা সভায় রবার্ট মিলার বলেন, বানিয়ার চর ক্যাথলিক গীর্জায় যে বোমা হামলা ঘটনা ঘটেছে তার জন্য ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে শোক প্রকাশ করছি। তিনি বলেন, গোপালগঞ্জসহ গীর্জার ইতিহাস জানতে পেরে আমি খুবই আনন্দিত।’
বানিয়ারচর ক্যাথলিক চার্চের পালক পুরোহিত ফাদার রিংকু গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ক্যাথলিক চার্চের বরিশাল বিভাগের বিশপ লরেন্স সব্রত হাওলাদার, ফাদার লাজারুচ গোমেজ ও বিভুদান বৈরাগী বক্তৃতা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের স্ত্রী মিশেল এ সময় উপস্থিত ছিলেন।
পরে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার ২০০১ সালে ৩ জুন ধর্মীয় অনুষ্ঠান চলাকালে বোমা বিস্ফোরণে নিহত ১০ জনের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান। তিনি নিহতদের পরিবারের সদস্যদেরকেও শান্ত¦না দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।