স্পোর্টস ডেস্ক: আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অনেকদিন ধরেই এক নম্বর ব্যাটার পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে তাকে সেই জায়গায় শক্ত চ্যালেঞ্জ জানাচ্ছেন ভারতের সূর্যকুমার যাদব। দুই ধাপ এগিয়ে বাবরকে প্রায় ধরে ফেলেছেন তিনি।
বুধবার প্রকাশিত আইসিসির র্যাঙ্কিং হালনাগাদে দেখা যায় চার থেকে দুইয়ে উঠেছেন সূর্যকুমার। তার রেটিং পয়েন্ট এখন ৮১৬। বাবর ৮১৮ রেটিং পয়েন্ট নিয়ে আছেন শীর্ষে।
তিন সংস্করণে এক নম্বর ব্যাটার হওয়ার লক্ষ্য নিয়ে এগুতে থাকা পাকিস্তান অধিনায়কের জন্য তাই সূর্যকুমার দিচ্ছেন কঠিন চ্যালেঞ্জ।
মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জেতাতে ৪৪ বলে ৭৬ রানের ইনিংস খেলেন সূর্যকুমার। তাতেই র্যাঙ্কিংয়ে উন্নতির দেখা পেলেন তিনি।
এদিকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের জন্য আছে অম্ল-মধুর খবর। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের হতাশা কাটেনি বাংলাদেশের । সিরিজ নির্ধারণী ম্যাচে শেষ অবধি অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেননি আফিফ হোসেন। তবে রান পাওয়ায় র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। একই ম্যাচে দেশের হয়ে সবচেয়ে খরুচে ওভার করা নাসুম আহমেদ বোলারদের র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন পাঁচ ধাপ।
সিরিজে তিন ম্যাচে ১২৫.৩৯ স্ট্রাইকরেটে তিনি করেছেন ৭৯ রান। তবে তিন ম্যাচে এক ফিফটিতে ১৪৫.৭৬ স্ট্রাইকরেটে তারচেয়ে বেশি ৮৬ রান করেও এক ধাপ পিছিয়েছেন লিটন দাস। ৪৮ নম্বর থেকে তিনি এখন ৪৯তম স্থানে।
সদ্য সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ শেষ ম্যাচে নাটকীয়ভাবে সুযোগ পেয়ে ব্যাট হাতে করেন হতাশ। ম্যাচের পরিস্থিতির বিপরীতে ২৭ বলে করেন ২৭ রান। এই পারফরম্যান্সের পরও এক ধাপ উন্নতি হয়ে তার অবস্থান এখন ৪২।
রায়ান বার্লের ঝড়ে এক ওভারে পাঁচ ছক্কায় ৩৪ রান দিয়েছিলেন নাসুম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশি কোন বোলারের সবচেয়ে খরুচে ওভারের রেকর্ডও গড়েন তিনি। এর ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। সেরা ২০ থেকে ছিটকে গেছেন এই বাঁহাতি স্পিনার। পাঁচ ধাপ পিছিয়ে তার অবস্থান এখন ২১ নম্বরে।
সিরিজে প্রত্যাশা অনুযায়ী বল করতে না পারলেও মোস্তাফিজুর রহমানের উন্নতি হয়েছে দুই ধাপ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।