সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রোববার (৫ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকার বায়ুমানের একিউআই স্কোর ৭৪ রেকর্ড করা হয়েছে। এই স্কোরকে ‘সহনীয়’ বা মধ্যম দূষণ হিসেবে ধরা হয়, যা ঢাকাকে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৩তম স্থানে রাখে।
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ভারতের দিল্লি ১৭১ স্কোর নিয়ে শীর্ষে, দ্বিতীয় অবস্থানে ভিয়েতনামের হ্যানয় (১৫৩ স্কোর) এবং তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫১ স্কোর) রয়েছে। চার ও পঞ্চম অবস্থান respectively আছে উজবেকিস্তানের তাসখন্দ (১৪৯) ও ফিলিপাইনের মানিলা (১৩১)।
একিউআই সূচক শূন্য থেকে ৫০ পর্যন্ত হলে ‘ভালো’, ৫১–১০০ হলে ‘সহনীয়’, ১০১–১৫০ সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।
বাংলাদেশে বায়ুদূষণ নির্ধারণ করা হয় পাঁচটি উপাদানের ওপর ভিত্তি করে—পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং ওজোন। ঢাকার প্রধান দূষণ উৎস হিসেবে চিহ্নিত ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইট থেকে ছড়ানো ধুলা।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার, ক্রনিক পালমোনারি ডিজিজ এবং তীব্র শ্বাসযন্ত্র সংক্রমণ বৃদ্ধি পায়। বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষ এই সমস্যার কারণে মারা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।