স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া মৌসুমে পিএসজিকে বিদায় বলে দিয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়া। এখন তার সময় পরবর্তী ক্লাব বেছে নেওয়ার। আর্জেন্টিনার এই তারকাকে দলে ভেড়াতে অনেক আগে থেকেই নিজেদের আগ্রহের কথা জানিয়েছিলেন ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাস। তবে মারিয়াকে পাওয়ার দৌড়ে যোগ দিয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।
Advertisement
আর্জেন্টিনার এই তারকা রিয়াল মাদ্রিদের লা ডেসিমা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এরপর একটা সময় ক্লাব ছেড়েছেন।
রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ম্যানইউ এবং পিএসজিতে খেলেছিলেন তিনি। সর্বশেষ মৌসুমেও পিএসজিতেই ছিলেন। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এখন তাকে নতুন ক্লাব দেখতে হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



