স্পোর্টস ডেস্ক: রূপপুর পারমানবিক বিদ্যুতকেন্দ্রের আলোচিত ‘বালিশ কাণ্ডের’ পর বালিশ নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই দেখা যাচ্ছে, তিনি যেখানেই যাচ্ছেন হাতে করে একটা বালিশ নিয়ে যাচ্ছেন। তার এই বালিশ প্রীতির কারণ ইতোমধ্যেই সবাই জেনে গেছে। সেই বালিশ নিয়েই বাংলাদেশ ছাড়লেন রিজওয়ান।
আজ বৃহস্পতিবার বেলা ১০টার দিকে দুবাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছে পাকিস্তান দল। সেখান থেকে তারা দেশে ফিরবে। বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি আর টেস্ট- দুই ফরম্যাটেই স্বাগতিকদের তারা হোয়াইটওয়াশ করে দিয়েছে। রিজওয়ান খেলেছেন দুই ফরম্যাটেই। আজ বিমানবন্দরে পাকিস্তানি ক্রিকেটারদের বহরে দেখা যায়, বালিশ বুকে জড়িয়ে ধরেই প্লেনের দিকে যাচ্ছেন রিজওয়ান।
গত নভেম্বরে ঢাকায় পা রাখার পর সবার চোখ আটকে গিয়েছিল বিমানবন্দরে। পাকিস্তানী ওপেনার মোহাম্মদ রিজওয়ানের কোলে ছিল বালিশ। পরে তার রহস্যভেদ করা গিয়েছিল। জানা গিয়েছিল, নিজের এই বালিশ ছাড়া নাকি ঘুমাতে পারেন না তিনি। আর তাই যেখানেই যান সেখানেই থাকে তার নিজের বালিশ।
পাঁচ তারকা হোটেলে বিলাসী জীবন যাপনের সকল আয়োজনই থাকে। কেন এই বালিশ? মোহাম্মদ রিজওয়ানের এই বালিশ প্রীতি নাকি নতুন নয়। যেখানেই যান, সাথে করে নিয়ে যান নিজের প্রিয় বালিশ। রিজওয়ান নিজের বাসা থেকে সেই বালিশ নিয়ে গেছেন দুবাইয়ে বিশ্বকাপ খেলতে। তারপর দুবাই থেকে সেই বালিশ এসেছে বাংলাদেশে। এবার চলে যাচ্ছেন নিজ দেশে, সাথে প্রিয় বালিশ।
উল্লেখ্য, মোহাম্মদ রিজওয়ানের এই বালিশ প্রীতি নতুন নয়। যেখানেই যান, সঙ্গে করে নিয়ে যান নিজের প্রিয় বালিশ। রিজওয়ান নিজের বাসা থেকে সেই বালিশ নিয়ে গেছেন দুবাইয়ে। তারপর দুবাই থেকে এলো বাংলাদেশে। পিসিবি জানিয়েছে, এ বালিশে খুব আরামের ঘুম হয় রিজওয়ানের। তাই দেশে কিংবা বিদেশে- সব জায়গাতেই রিজওয়ানের সঙ্গী এই বালিশ। প্রিয় বালিশ বুকে জড়িয়েই রিজওয়ান এবার দেশে ফেরার বিমানে উঠলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।