Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বাসা খালি, সংকটে রাজধানীর আড়াই লাখ বাড়িওয়ালা!
    জাতীয়

    বাসা খালি, সংকটে রাজধানীর আড়াই লাখ বাড়িওয়ালা!

    Saiful IslamJuly 7, 20204 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের মধ্য রসুলপুরের দুই স্বামীহারা বাড়িওয়ালা খাদিজা বেগম ও হাসিনা বেগম করোনাকালে মহাসংকটে পড়েছেন। ৮৬৬ নম্বর বাড়ির মালিক খাদিজা বেগম।

    তিনটি টিনশেড ঘরের একটিতে তিনি পরিবার নিয়ে থাকেন, ভাড়া দেওয়া অন্য দুটি ঘরের আয় দিয়ে সংসার চালাতেন। দুই মাস হলো ভাড়াটিয়ারা বাসা ছেড়ে দিয়েছেন।

    নতুন ভাড়াটিয়া পাননি। একমাত্র আয়ের পথ বাড়িভাড়া বন্ধ হয়ে যাওয়ায় দিশাহারা তিনি। একই এলাকার ৮৬৫ নম্বর বাড়ির মালিক হাসিনা বেগম। দোতলা বাড়ির নিচতলায় দুই মেয়ে নিয়ে বসবাস করেন তিনি।

    দোতলার ভাড়া দিয়ে সংসার ও দুই মেয়ের পড়াশোনা চালাতেন। গত মাসে ভাড়াটিয়া বাসা ছেড়ে গ্রামে চলে গেছেন। এখন কিভাবে সংসার চলবে, কী দিয়ে মেয়েদের পড়াশোনা চালাবেন—সেই দুশ্চিন্তায় দিন যাচ্ছে হাসিনা বেগমের।

       

    তিনি বলেন, ‘ভাড়াটিয়া নেই, আয় বন্ধ; কিন্তু সিটি করপোরেশনের ট্যাক্সসহ সব পাওনা তো দিতে হচ্ছে।’

    ঢাকার দুই সিটি করপোরেশনের হিসাব অনুসারে ঢাকায় বাড়ির সংখ্যা প্রায় চার লাখ ৪০ হাজার। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জানান, ঢাকা উত্তরে বাড়ির সংখ্যা দুই লাখ ২০ হাজার।

    দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ থেকে জানা যায়, দক্ষিণে বাড়ির সংখ্যা এক লাখ ৫০ হাজার, তবে ঢাকা দক্ষিণের সঙ্গে নতুনভাবে যুক্ত হওয়া পাঁচটি ইউনিয়নে আরো প্রায় ৭০ হাজার বাড়ি রয়েছে, যা এখনো সিটি করপোরেশনের আয়করের মধ্যে আসেনি। আসার কাজ চলছে।

    ঢাকায় ভাড়াটিয়াদের অধিকার নিয়ে কাজ করা ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহরানে সুলতান বাহার বলেন, ‘ঢাকা শহরে প্রায় এক কোটি ৩৬ লাখ লোক ভাড়া থাকে।

    এদের বেশির ভাগ মধ্যবিত্ত এবং প্রায় চার লাখের অধিক বাড়িওয়ালার মধ্যে প্রায় দুই লাখ ৪০ হাজার বাড়ির মালিকও মধ্যবিত্ত।’

    করোনাকালে অনেক বাড়ির মালিক ভাড়াটিয়াদের সঙ্গে অমানবিক আচরণ যেমন করছেন, আবার ভাড়াটিয়াদের প্রতি মানবিক আচরণের কিছু উদাহরণও তৈরি হয়েছে।

    ঢাকা উত্তরের ১৪ নম্বর ওয়ার্ডের সেনপাড়া পর্বতা এলাকার সোলায়মান হক প্রায় দুই একর জায়গায় নিম্ন আয়ের মানুষের বসবাসের জন্য তৈরি করা ঘরগুলোর ভাড়া তিনি অর্ধেক করে দিয়েছেন।

    তিনি বলেন, ‘ভাড়াটিয়াদের বেশির ভাগ রিকশাচালক, হকার, বাসাবাড়িতে ঝির কাজ করা লোক। ওদের এখন দুর্দিন বলে ভাড়া কমিয়ে দিয়েছি।’

    ঢাকা শহরে চার ধরনের বাড়ির মালিক রয়েছেন। অধিক ধনী ও ধনী লোকেরা অভিজাত এলাকায় জমি ক্রয় করে এক বা একাধিক বাড়ির মালিক হয়েছেন।

    মধ্যবিত্ত চাকরিজীবী ও মাঝারি ব্যবসায়ীরা তাঁদের সারাজীবনের সঞ্চিত অর্থে অল্প পরিমাণ জায়গা কিনে বাড়ি নির্মাণ করেছেন, কারো কারো ব্যাংক ঋণ নিতে হয়েছে।

    এ ছাড়া বিভিন্ন সময়ে কিছু লোক সরকারের কাছ থেকে জায়গা বরাদ্দ পেয়ে বাড়ি করেছেন। আরেকটি শ্রেণি পারিবারিক সূত্রে জায়গার মালিক হয়ে বাড়িওয়ালা হয়েছেন।

    এ ছাড়া এমন কিছু বাড়ি তথা ফ্ল্যাটের মালিক আছেন যাঁরা বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানকে জায়গা দিয়ে নিজেরা কিছু ফ্ল্যাট পেয়ে তা ভাই-বোনের মধ্যে ভাগ করে নিয়েছেন।

    সরেজমিন অনুসন্ধানে জানা যায়, ঢাকা শহর ছেড়ে অনেক ভাড়াটিয়া গ্রামসহ অন্যত্র চলে যাওয়ায় সংকটে আছেন মধ্যবিত্ত শ্রেণির দুই লাখ ৪০ হাজার বাড়িওয়ালা।

    তাঁদের বাড়ির ভাড়াটিয়ারা ছিলেন মধ্যবিত্ত। বেশির ভাগই বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা লোক। চাকরি হারিয়ে তাঁরা বাসা ছেড়ে গ্রামে চলে গেছেন বা রাজধানীর আশপাশে কম ভাড়ায় বাসা নিয়েছেন।

    মিরপুর ১২ নম্বরে কালশী সড়কে বাড়ির মালিক ইউসুফ আহমেদ তুহিন বলেন, ‘আমরা মধ্যবিত্ত হলেও বাড়িভাড়া কিছু কমানো যায় যদি সরকার আমাদের বাড়ি করার ব্যাংকঋণ, গ্যাস, বিদ্যুৎ বিল, সিটি করপোরশেনের হোল্ডিং ট্যাক্স কমানোর বিষয়টি বিবেচনায় নেয়।

    সরকার সে বিষয়ে কিছু বলছে না, দিনে দিনে বাড়ি খালি হচ্ছে, আমরা বিপদে পড়ছি। বাড়িভাড়ার ওপর নির্ভরশীল আমাদের মতো লোকগুলো দুই দিকেই বিপদে— ভাড়াটিয়া নেই, আবার সরকারি সব পাওনা দিতে হচ্ছে।’

    ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম মনে করেন, বাড়িভাড়ার বিষয়টির সংকট অনেক গভীরে, সহজ সমাধান নেই। ভাড়াটিয়ারা যেমন সমস্যায় তেমনি বহু বাড়িওয়ালা রয়েছেন যাঁদের ভাড়ার আয়ের ওপর সংসার চলে।’

    তিনি বলেন, ‘বাড়িভাড়ার বিষয়টি সিটি করপোরেশনের অধীনে নয়। তবে আমি মনে করি, এটা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে থাকা উচিত।’

    ঢাকা উত্তরের ২ নম্বর ওয়ার্ডের ডি ব্লকের ১১/৩৩ নম্বর বাসার মালিক মো. রাসেল বলেন, ‘আমাদের ছয়তলা বাড়ির ছয়টি ইউনিট। একটাতে আমি থাকি, দুটিতে বোনেরা থাকে।

    বাকি তিনটি ইউনিট ভাড়া দিয়ে আমরা সংসারের খরচসহ প্রতি মাসে ব্যাংকঋণের ৫৬ হাজার টাকা পরিশোধ করতাম। এখন কোনো ভাড়াটিয়া নেই।

    ঋণের টাকা পরিশোধ করতে পারছি না। সংসারেও অভাব। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম, চাকরিটা চলে গেছে।’

    ঢাকা দক্ষিণের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকবুল হোসেন বলেন, করোনার এ সময়ে প্রতিদিনই সালিস করতে হয় বাড়িভাড়া নিয়ে; সমস্যা ভাড়াটিয়া ও বাড়িওয়ালা দুজনেরই।

    অনেক বাড়িওয়ালা রয়েছেন যাঁদের সংসার চলে ভাড়ার টাকায়, তাঁদের অনেকের বাড়ি থেকে ভাড়াটিয়া চলে গেছেন। আবার অনেকের বাড়িতে ভাড়াটিয়া থাকলেও ভাড়া দিতে পারছেন না।

    আগামী মঙ্গলবার সিটি করপোরেশনের সভায় আমি বিষয়টি উত্থাপন করব। মেয়রকে বলব, সরকারের সঙ্গে আলোচনা করে একটি পদক্ষেপ নিতে।’

    উত্তর সিটির ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইসমাইল হোসেন মোল্লা বলেন, ‘বাড়িভাড়ার বিষয়টি দেখেন ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট।

    হাল সময়ের এ বড় সমস্যাটির আমরা শুধু সালিস করি। সমস্যা ভাড়াটিয়া বাড়িওয়ালা দুজনেরই। ঢাকায় বেশির ভাগ মধ্যবিত্ত বাড়িওয়ালা। এদের সংসার চলে ভাড়ার টাকায়।

    আবার কাজ না থাকায় তাঁদের বাড়িতে থাকা মধ্যবিত্তরা ভাড়া দিতে পারছে না। এর পরিপূর্ণ সমাধান করতে হলে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।

    এখানে অনেক পক্ষ রয়েছে, ব্যাংকঋণের বিষয় আছে; গ্যাস, বিদ্যুৎ, পানি বিলের বিষয় ছাড়াও রয়েছে সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স।

    এসব পক্ষের সম্মিলিত উদ্যোগে হয় তো বাড়িভাড়া কমানো সম্ভব, যাতে বাড়িওয়ালা-ভাড়াটিয়া দুই পক্ষ লাভবান হতে পারে।’

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    বজ্রপাতে দুইজনের মৃত্যু

    যশোরে বজ্রপাতে বিএনপি নেতাসহ নিহত ২

    October 2, 2025
    চড়া দামে বিক্রি

    চড়া দামে বাজারে মিষ্টি আলু, কেজি ২০০ টাকা

    October 2, 2025
    ব্রেন টিউমারে আক্রান্ত

    ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চিকিৎসাধীন

    October 2, 2025
    সর্বশেষ খবর
    বজ্রপাতে দুইজনের মৃত্যু

    যশোরে বজ্রপাতে বিএনপি নেতাসহ নিহত ২

    চড়া দামে বিক্রি

    চড়া দামে বাজারে মিষ্টি আলু, কেজি ২০০ টাকা

    ব্রেন টিউমারে আক্রান্ত

    ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চিকিৎসাধীন

    বিস্ফোরণ

    কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

    সাক্ষাতের দাবি ভুয়া

    প্রধান উপদেষ্টার সঙ্গে সোনম ওয়াংচুকের সাম্প্রতিক সাক্ষাতের দাবি ভুয়া: প্রেস উইং

    Trump military training in US cities

    Fact Check: Did Trump say government shutdowns ‘fall on the president’s lack of leadership’?

    বাড়তি ট্যারিফ

    স্থগিতের পর আবারও কার্যকর হচ্ছে চট্টগ্রাম বন্দরের বাড়তি ট্যারিফ

    নতুন কর্মসংস্থান সৃষ্টি

    ১৮ মাসে দেড় কোটি কর্মসংস্থানের অঙ্গীকার বিএনপির : আমীর খসরু

    Jacinda Jenkins cause of death

    Jacinda Jenkins Cause of Death: What Happened to the Kentucky TikTok Star

    নিজস্ব ভবনে যাত্রা শুরু

    পাকিস্তানের ইসলামাবাদে নিজস্ব ভবনে যাত্রা শুরু করল বাংলাদেশ হাইকমিশন

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.