জুমবাংলা ডেস্ক : বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ স্পর্শকাতর দেশ বিবেচনা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, দেশের এক-তৃতীয়াংশ মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে। মূলত সমুদ্রপৃষ্ঠের উচ্চতার কারণেই এ ঝুঁকি বিবেচনা করা হচ্ছে।
আইএমএফ বুধবার প্রকাশিত এক অর্থনৈতিক মূল্যায়নে জানিয়েছে, কয়েকটি সূচকে দেখা গেছে ১৯৯৮-২০১৭ সাল মেয়াদে (গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স) চরম আবহাওয়াজনিত ঘটনায় আক্রান্ত শীর্ষ দশ দেশের একটি বাংলাদেশ। এই ধরনের ঘটনায় আক্রান্ত হওয়ার কারণে ১৯৯০-২০০৮ মেয়াদে সম্ভাব্য বার্ষিক ক্ষতির পরিমাণ জিডিপির ১ দশমিক ৮ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উপকূলে ভাঙনের কারণে ২০৫০ সাল নাগাদ জমির পরিমাণ ১৭ শতাংশ ও খাদ্য উৎপাদন ৩০ শতাংশ কমে যেতে পারে বলে জানানো হয়েছে ওই মূল্যায়নে।
আইএমএফ বলছে, পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে জলবায়ু পরিবর্তন মোকাবিলার পরিকল্পনা ও ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অন্যতম সক্রিয় দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন ইতিবাচক ভূমিকার কথা বললেও বেশ কিছু ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।