জুমবাংলা ডেস্ক : দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অন্য ইউনিয়নগুলোর কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের কয়েকটি কেন্দ্রে প্রধান দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আওয়ামা লীগের দলীয় প্রার্থী মাহাবুবুল আলম (নৌকা প্রতীক) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের (চশমা প্রতীক) সমর্থকদের মধ্যে এই দিনভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এমনকি বৃহস্পতিবার দুপুরে ওই ইউনিয়নের সিপাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্থানীয় কয়েকজন যুবক ঢুকে ভাঙচুর চালায় ও ব্যালেট পেপারে ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর ওই কেন্দ্র সংলগ্ন একটি বাড়িতে ছিনতাই ব্যালেট পেপারে সিল মারার সময় পুলিশ ৫ যুবককে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছে ব্যালেট পেপার ও কিছু নগদ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, বাংলাবান্ধা ইউনিয়নের দিঘলগাঁও এলাকার আব্দুল্লাহ আল মামুন মুসা, উকিলজোত এলাকার জামাল হোসেন, সন্নাসীপাড়া এলাকার মির্জা, উকিলজোত এলাকার জাফরুল এবং সিপাইপাড়া এলাকার সাকিব। আটককৃতরা কোন প্রার্থীর সমর্থক তা জানায়নি পুলিশ।
এদিকে, এই দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুই পক্ষের সাতজন আহত হন। এছাড়া তেঁতুলিয়া সদর ইউনিয়নের দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনায় আহত হন আরো ৮জন। আহতদের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া ব্যালেট পেপার ছিনতাইয়ের অভিযোগে ওই ৫ যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে পরে প্রেসব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।