জুমবাংলা ডেস্ক : আড়াইহাজার উপজেলা সদরের চৌরাস্তায় বিআটিসি বাস কাউন্টারে রোববার ১০টার দিকে ইয়ার খান (৩০) নামে এক প্রবাসী যাত্রীর ওপর হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছেন।
আহত ইয়ার খান ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন দড়িকান্দি এলাকার ফোরকান গাজীর ছেলে।
পুলিশ ঘটনাস্থল থেকে কাউন্টারের সুপারভাইজার শামীম নামে এক ব্যক্তিকে আটক করেছে।
তিনি পটুয়াখালি জেলার রাঙ্গাবালিয়া থানাধীন টংগীবাড়িয়া এলাকার হাফিজুর মল্লিকের ছেলে।
আহত ইয়ার খান জানান, তিনি ও তার বোন পুম্পা ও ভাগ্নিকে নিয়ে বিশ্বনন্দী ফেরিঘাট কাউন্টার থেকে বিআরটিসি বাসে উঠেন। বাসটি আড়াইহাজার পৌঁছাতে গিয়ে বেশ কিছু স্থানে যাত্রী উঠা-নামা করে। এতে যাত্রীরা উত্তেজিত হয়ে উঠেন। ইয়ার খান প্রতিবাদ করলে সুপার ভাইজার তার বোন ভাগ্নির সামনেই চরম অপমান ও মারধর করে মাথা ফাটিয়ে দেয়।
বিশ্বনন্দী ফেরিঘাট কাউন্টারের ইজারাদার মাহাবুবুর রহমান বলেন, যাত্রীদের সাথে দুর্ব্যবহার করায় অভিযুক্ত সুপারভাইজারকে অব্যাহতি দেয়া হয়েছে।
আড়াইহাজার থানার পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।