নোয়াখালী-৬ আসনে (হাতিয়ায়) গত দুদিনে বিএনপি আওয়ামী লীগসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। শনিবার (২৪শে জানুয়ারী) রাতে উপজেলার ওছখালী এনসিপির কার্যালয়ে এসব নেতাকর্মীরা যোগদান করেন।
যোগদান শেষে জাহাজমারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নান (৪৫) বলেন, ৫ আগস্টের পর আব্দুল হান্নান মাসউদের হাতিয়ায় দৃশ্যমানের উন্নয়ন দেখে মুগ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে দলীয় জোটে যোগদান করেছি।
সদ্য যোগদানকৃত জাহাজমারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান সহসভাপতি যুবদলের মিল্লাত হোসেন বলেন, হাতিয়ায় সন্ত্রাসীরাদের প্রতিরোধে আব্দুল হান্নান মাসউদের হাতকে শক্তিশালী করতে আমি যোগদান করেছি।
এ সময় আরও যোগদান করেন, মো. আবুল খায়ের, সদস্য সচিব বুড়িরচর ইউনিয়ন মৎস দল; মাওলানা ছারোয়ার খান, উলামা দল, ধর্ম বিষয়ক সম্পাদক, বুড়ীর ইউনিয়ন; মাহবুবুর রহমান, সাবেক আহ্বায়ক, পৌরসভার ছাত্রদল; জামাল উদ্দিন; সাহাদাত হোসেন, জাহাজমারা সভাপতি ছাত্রদল; মো. ইদ্রিস বাকের, সাবেক যুবদল সভাপতি, বুড়িরচর ৫ নং ওয়ার্ড; আনোয়ার হোসেন, ব্যবসায়ী (আওয়ামী লীগ) বুড়ীরচর; সম্রাট আকবর হোসেন, সাবেক যুবদল সভাপতি, জাহাজমারা ইউনিয়ন; জসিমউদ্দিন, সোনাদিয়া ইউনিয়ন বিএনপি; মো. ইসমাইল হোসেন, বুড়ির চর ৫ নং ওয়াড বিএনপি; নাইম উদ্দিন, প্রবাসী, চরকিং ইউনিয়ন; কাউছার উদ্দিন, জাহাজমারা; মো. আব্দুল্লাহ, জাহাজ মারা, ২ নং ওয়াড; মো. ইরান উদ্দিন, আব্দুর রহিম বুড়িরচর ৫ নং ওয়ার্ড; মো: সাহেদ উদ্দিন, জাহাজমারা ৫ নং ওয়ার্ডে-সহ আরও অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


