জুমবাংলা ডেস্ক: বরিশালে সমাবেশে অংশ নিতে যাওয়া বিএনপির গাড়িবহর আটকে দিয়েছে ফেরি কর্তৃপক্ষ। এমন অভিযোগ করেছেন সমাবেশে যোগ দিতে যাওয়া নেতাকর্মীরা। সমাবেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে রওনা হন। গাড়িবহর মাওয়া ফেরিঘাটে পৌঁছালে ফেরি কর্তৃপক্ষ আটকে দেয়।
সরেজমিনে দেখা গেছে, ঘাটে গাড়িবহর আসলে ফেরি কর্তৃপক্ষ তাদের অফিস বন্ধ করে চলে যায়। পরে লঞ্চে করে নেতাকর্মীদের নিয়ে পদ্মা পার হন বহরের নেতৃত্বে থাকা ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছে ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, বরিশাল বিভাগীয় সমাবেশে অংশ নেয়ার জন্য আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি। কিন্তু মাওয়া ঘাটের কর্তপক্ষ নির্লজ্জভাবে আমাদের গাড়িবহর আটকে দেয়। আমাদের গাড়িবহরে যাতে না যেতে পারে এজন্য ফেরি কর্তৃপক্ষ অফিস বন্ধ করে চলে যায়।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে কাজ করছি। আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাবো।
পরে কাঁঠালবাড়ি ঘাটে থেকে মাইক্রোবাস ভাড়া করে আবারো ইশরাক হোসেনের নেতৃত্বে বিএনপির কর্মীরা বরিশাল অনুষ্ঠিত হতে যাওয়া সমাবেশের উদ্দেশ্য রওনা হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।