জুমবাংলা ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম তার উত্তরার নিজ বাসায় চা খাওয়ার দাওয়াত দিয়েছেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালকে। একই সঙ্গে তিনি বলেছেন, সিটি নির্বাচনে প্রতিপক্ষ যেই হোক, সবার সঙ্গে তিনি সুসম্পর্ক বজায় রাখবেন।
উদ্যোক্তা বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়রপ্রার্থী আতিকুল এসব কথা বলেন।
শনিবার (৪ জানুয়ারি) সকালে মিরপুর ইনডোর স্টেডিয়ামে এ অনুষ্ঠান হয়।
আতিকুল ইসলাম আরো বলেন, ‘আমি উত্তরায় থাকি। উনি (বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল) আমার বাসায় এলে খুশি হব। নির্বাচনে হার-জিত আছে। কিন্তু আমরা সৌহার্দ্য ভাব বজায় রাখতে চাই।’
তরুণদের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, তরুণেরা যেন কখনোই মনোবল না হারান। তাদের দক্ষতা বাড়াতে হবে। আর কাজের সময় ঠিক রাখতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।