আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বহুল পরিচিত কাটা হীরাটি বিক্রি হতে যাচ্ছে। আশা করা হচ্ছে ৫০ লাখ মার্কিন ডলারে বিক্রি হবে হীরাটি। বিরল কালো কার্বোনাডো হীরা ‘দ্য এনিগমা’ প্রদর্শনের জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইতে রাখা হয়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, নিলাম হাউজ সথেবি’র গহনা বিশেষজ্ঞ সোফি স্টিভেনসের মতে, ২৬০ কোটি বছর আগে যখন একটি উল্কার সাথে পৃথিবীর সংঘর্ষ হয়েছিল তখন তৈরি হয়েছিল হীরাটি। ৫৫৫ দশমিক ৫৫ ক্যারোটের এই হীরাটি গত ২০ বছরে কখনো প্রকাশ্যে আনেননি মালিক। তবে বিশেষজ্ঞরা এই হীরকখণ্ডকে খুব দক্ষতার সঙ্গে ৫৫ মুখীতে রূপ দিয়েছেন।
দুবাইতে হীরাটি প্রদর্শনের পর অনলাইন নিলাম শুরু হওয়ার আগে ‘দ্য এনিগমা’ লস অ্যাঞ্জেলেসে এবং লন্ডনে নিয়ে যাওয়া হবে। বিশেষজ্ঞ স্টিভেনস বিরল কালো এই হীরকখণ্ডকে ‘মহাজাগতিক আশ্চর্য’ বলে অভিহিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।