জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের মোংলা বন্দরে নোঙর করা বিদেশি জাহাজ মালশিয়া স্টারের সাইড ছিদ্র হয়ে আমদানিকৃত গাড়ির ডেক পানিতে নিমজ্জিত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরের মধ্যে সব গাড়ি খালাস করা হয়েছে। তবে গাড়ির কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।
সোমবার রাতে জাহাজের ডেকে পানি প্রবেশের বিষয়টি নজরে আসে জাহাজ কর্তৃপক্ষের। পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে জাহাজ থেকে গাড়ি খালাস শুরু করা হয়। এর আগে ওই দিন দুপুরে ৬৩৯টি গাড়ি নিয়ে বন্দরে ভেড়ে সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা জাহাজটি।
পানিতে নিমজ্জিত থাকলেও গাড়ির কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মো. ওহিদুজ্জামান।
তিনি বলেন, দুপুরে জাহাজটি বন্দরে নোঙর করার পর রাত থেকেই গাড়ি খালাসের কাজ শুরু হয়। এর মধ্যে জাহাজের ডেকে পানির উপস্থিতি টের পেয়ে খোঁজ করে দেখা যায়, জাহাজের পাশে ছোট একটি ছিদ্র হয়েছে। আমরা পরবর্তীতে দ্রুত গাড়ি খালাস করতে থাকি। বুধবার দুপুরের মধ্যে সব গাড়ি খালাস সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষ হলে বৃহস্পতিবার জাহাজটি বন্দর ছেড়ে যাবে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।