বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত কম্পিউটার বা পিসির সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য বিনামূল্যে সেটি মেরামতের সুযোগ দিচ্ছে ‘বিসিএস কম্পিউটার সিটি’। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
শোক দিবস উপলক্ষে বিসিএস কম্পিউটার সিটি চার দিনব্যাপী নানা কার্যক্রম হাতে নিয়েছে। আগামী ২০ আগস্টে কার্যক্রম শেষ হবে। এ সময়ের মধ্যে আগারগাঁওয়ের বিসিএস সিটিতে আসা ক্রেতাদের বিনামূল্যে কম্পিউটার মেরামত করাতে পারবেন।
ক্রেতাদের এ সেবা দিতে বিসিএস কম্পিউটার সিটি কর্তৃপক্ষ নির্দিষ্ট সংখ্যক পিসি মেরামতের জন্য অভিজ্ঞ প্রকৌশলী নিয়োগ করেছেন। তারা বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আগে এলে আগে পাবেন ভিত্তিতে এ সেবা দেবেন। তবে প্রতিদিন সর্বোচ্চ ২৫টি ল্যাপটপ ও ২৫টি ডেস্কটপ মেরামত করা হবে।
ইঞ্জিনিয়ারগল কোন ডাটা সংরক্ষণের দায়িত্ব নিবে না। সেবা গ্রহীতাদের ডাটা নিজ দায়িত্তে সংরক্ষণ করতে হবে। ইঞ্জিনিয়ারগন শুধুমাত্র কম্পিউটারের সমস্যা নির্ণয় (Diagnosis) করে দিবে। সমস্যা নির্ণয়ের পরে সেবা গ্রহীতারা পছন্দের যেকোনো দোকান থেকে সেবা নিতে পারবেন, নির্দিষ্ট কোন দোকানে যেতে হবে না।
এ ছাড়াও ১৫ই আগষ্ট উপলক্ষে রয়েছে মসজিদে বিশেষ দোয়া মাহফিল এবং এতিম খানায় খতমে কোরআন ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।