যে কোনো মেয়ের জন্যই বিয়ের দিনটা স্বপ্নের মতো। শাড়ি, লেহেঙ্গা না গাউন, কোনটা পরলে তার উপর থেকে বাকিদের নজর সরবে না, তাই নিয়ে চলে বিস্তর আলোচনা। বিয়ের দিনের আগ পর্যন্ত কেমন সাজ হবে, কীভাবে কোথায় ছবি তোলা হবে সেসব নিয়ে কনের চিন্তা যেন ফুরোতেই চায় না।
কিন্তু এতসবের মাঝে আলাদা করে যে নিজের কিছু বিশেষ ধরনের সেলফ কেয়ার প্রয়োজন, তা যেন আলোচনার বাইরেই থেকে যায়। এই সেলফ কেয়ারের মাঝে চুলের যত্নটা যদি সঠিকভাবে না হয়, তাহলে সব সাজপোশাকই যেন মাটি হয়ে যায়। নিজের বিশেষ এই দিনে চুলের সাজ যেন নজরকাড়া হয় সেজন্য যত্ন নেয়া শুরু করতে হবে কিছুদিন আগে থেকেই। এদিকে বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে চুলের ওপর চলে নানা অত্যাচার। আগে থেকেই চুল ভালো থাকলে এতে ক্ষতি হবে কম। জেনে নিন তবে বিয়ের আগে চুলের যত্নের আদ্যোপান্ত।
নিয়মিত চুল ধুয়ে নিন
প্রতিদিন আমরা চুল যদিও ধুই, তবে দিনের মাঝে ঘন ঘন চুল ধোয়া ভালো নয়। এতে স্ক্যাল্পের ন্যাচারাল অয়েল ধুয়ে যেতে পারে। আর এ কারণে চুল শুষ্ক বা ফ্রিজি হয়ে যেতে পারে। সপ্তাহে ২/৩ দিন শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুল রুক্ষ হবে না, থাকবে কোমল।
বিয়ের কনের জন্য বিয়ের দিনটি খুবই স্পেশাল। এইদিনে তার সাজপোশাকের দিকেই সবার নজর থাকে। কনেও নিজেকে যেন সবচেয়ে সুন্দর আর আলাদা দেখায় সেজন্য প্রস্তুতি নেন। কিন্তু চুলের সঠিক যত্নের অভাবে যদি জীবনের গুরুত্বপূর্ণ এই দিনটির আনন্দই নষ্ট হয়ে যায় তাহলে কি ভালো লাগবে বলুন? তাই বিয়ের কিছুদিন আগে থেকেই যত্ন নেয়া শুরু করুন, পেয়ে যাবেন ঝলমলে ও সুন্দর চুল।
চুলের স্বাস্থ্যকে গুরুত্ব দিন
সুস্থ চুলকে বলা যায় স্বাস্থ্যকর জীবনযাপনের আয়না। ত্বক ও চুলের পুষ্টি বজায় রাখার জন্য হাইড্রেটেড থাকা জরুরি। চুলকে পরিপুষ্ট করতে হবে প্রোটিন, ভিটামিন, ওমেগা থ্রি আর ভালো ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার দিয়ে। তবেই না শরীর সুস্থ থাকবে, যার ফলাফল পাওয়া যাবে চুলেও।
চুলে উপযোগী তেল ব্যবহার করুন
‘তেলে চুল তাজা’ এই কথা তো আমরা শুনে আসছি ছোট থেকেই। কথাটি কিন্তু একদম সত্যি। বিশেষ করে যারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন খুব দ্রুত, তারা তাদের চুলের যত্ন নেয়া শুরু করুন তেলের মাধ্যমে। আমন্ড, নারকেল বা আরগান অয়েল চুল গভীরভাবে কন্ডিশন করতে সাহায্য করে। তেল দিয়ে নিয়মিত স্ক্যাল্প ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে, চুলের বৃদ্ধি হয়। সপ্তাহে অন্তত ১/২ বার তেল ব্যবহার করুন। বিয়েতে চুল ঘন ও সুন্দর দেখাক এটা তো আমাদের সবারই চাওয়া, তাই না?
তাপ দিয়ে যেন ক্ষতি না হয় চুলে
প্রি ওয়েডিং অনুষ্ঠানগুলোতে নানা রকম হেয়ার স্টাইল করা হয়। স্টাইল যত ইচ্ছা করুন অসুবিধা নেই, শুধু চুলের সুরক্ষাপণ্যগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। হেয়ার ড্রায়ার, কার্লিং আয়রন বা স্ট্রেটনার ব্যবহার করার আগে অবশ্যই তাপরোধী পণ্য ব্যবহার করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।