আন্তর্জাতিক ডেস্ক : বিয়ে নিয়ে মানুষের ভাবনা-চিন্তার অন্ত নেই। টুকিটাকি সব ইচ্ছে পূরণ করতে গিয়েই লাখ টাকার ধাক্কা এ আয়োজনে। তেমনি এক দম্পতি ব্যয়বহুল বিয়ের ঠিক ৩৩ দিন পর আলাদা হয়ে গেছেন। এখন স্ত্রীর কাছে বিয়ের সেই খরচের একটা অংশ ফেরত পেতে শ্বশুরবাড়ির সামনে মাইকিং করেছেন তার স্বামী। এর জন্য ব্যবহার করা গাড়িতেও ক্ষতিপূরণ চেয়ে একটি ব্যানার লাগিয়েছেন তিনি।
সংবাদমাধ্যম সাউথ চাইনা মর্নিং পোস্ট জানিয়েছে, চীনের হেনান প্রদেশের বিয়াং এলাকায় এ ঘটনা ঘটেছে।
২৫ বছর বয়সি ওই ব্যক্তির নাম হোউ। গত বছর এক ঘটকের মাধ্যমে লি নামের এক তরুণীর সঙ্গে পরিচয় হয় তার। পরিচিতির মাত্র তিন দিন পরেই বাগদান সারেন তারা। এরপর গত জানুয়ারিতে বিয়েও করেন। কিন্তু এক মাস পরেই শুরু হয় বিপত্তি।
এক রাতে বাসায় ঘুমিয়ে পড়েছিলেন হোউ। যার কারণে কাজ থেকে ফিরে লি কে অনেক রাত পর্যন্ত বাইরে থাকতে হয়। এ নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া বাধে। এরপরই লি নিজের বাপের বাড়ি গিয়ে থাকতে শুরু করেন।
বেশ জাঁকজমক আয়োজনে বিয়ে করেছিলেন ওই দম্পতি। বিয়ের খরচ মেটাতে হোউ ৫ লাখ ১০ হাজার ইউয়ান বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ লাখ টাকা খরচ করেন। যার একটা বড় অংশই ছিল ধার করা। এখন তিনি ক্ষতিপূরণ বাবদ তার স্ত্রীর কাছে ১ লাখ ৪০ হাজার ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ ৭৪ হাজার টাকা) ফেরত চাইছেন।
হোউ বলেন, ‘আমরা বিয়েতে লিকে যে গয়না দিয়েছিলাম, তা বাবদ ৪০ হাজার ইউয়ান এবং নগদ ১ লাখ ইউয়ান চেয়েছি।’
লির সঙ্গে ঝগড়ার পরপরই বিচ্ছেদ চেয়ে স্থানীয় একটি আদালতে আবেদন করেছিলেন হোউ। কিন্তু জুনে সে আবেদন খারিজ করে দেন আদালত। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। যার শুনানি হবে আগামী মাসে অর্থাৎ জানুয়ারিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।