স্পোর্টস ডেস্ক: নতুন এক মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। এ ভারতীয় তারকা ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেলতে নেমেছেন আজ। মোহালিতে শ্রীলংকার বিপক্ষে আজ শুক্রবার (৪ মার্চ) ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফক স্পর্শ করেছেন বিরাট কোহলি। ভারতের ১২তম হলেও বিশ্ব ক্রিকেটের ৭১তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন কোহলি। কোহলির শততম টেস্টটি শ্রীলংকার বিপক্ষে।
শততম টেস্ট খেলার এমন মাইলফলক স্পর্শ করা কোহলিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে কোহলিকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পোস্ট করেন মুশফিক। সেখানে একটি ছবিও দিয়েছেন মুশফিক। ভারত-বাংলাদেশের কোন এক টেস্টে কোহলি ব্যাট করছেন, পেছনে উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মুশফিক।
ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘১০০তম টেস্ট খেলা বিরাট কোহলিকে অভিনন্দন। এটি নিশ্চিতভাবেই একটি বিশেষ অনুভূতি হবে। কারণ কাজটি মোটেও সহজ নয়। আমাদের সময়ের অন্যতম সেরা ক্রিকেটারের জন্য শুভ কামনা।’
কোহলির আগের ৯৯ টেস্টের মধ্যে চারটিতে প্রতিপক্ষ হিসেবে খেলেছেন মুশফিক। সেই চার ম্যাচে দুই সেঞ্চুরিতে ৩৯২ রান করেন কোহলি। ঐ চার টেস্টে মুশফিকের ব্যাটও কথা বলেছে। এক সেঞ্চুরি ও দুই হাফ-সেঞ্চুরিতে ৩৩৩ রান করেন মুশি। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একই ম্যাচে মোট ২০ বার প্রতিপক্ষ ছিলেন মুশফিক ও কোহলি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।