
আন্তর্জাতিক ডেস্ক : করোনা পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে মতবিরোধে জড়িয়ে যুক্তরাষ্ট্রের অনুদান বন্ধ করে দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আংশিক অনুদান নিয়ে আবার সংস্থাটির পাশে দাঁড়াচ্ছেন তিনি।
হোয়াইট হাউসের একটি খসড়া চিঠির সূত্রে ফক্স নিউজ জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চীনের যে অবদান তার সমান অর্থ দিতে সম্মত হচ্ছে ট্রাম্প প্রশাসন।
এককভাবে ডব্লিউএইচও’র তহবিলে সবচেয়ে বড় অঙ্কের অর্থায়ন করে যুক্তরাষ্ট্র। গত বছর এই তহবিলে যুক্তরাষ্ট্র দিয়েছে ৪০ কোটি ডলার, যা ছিল সংস্থাটির বার্ষিক বাজেটের প্রায় ১৫%।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ সালে সেখানে চীনের অবদান ছিল ৭.৬ কোটি ডলার এবং স্বপ্রনোদিত অনুদান ১ কোটি ডলার।
এপ্রিলের মাঝামাঝি ডব্লিউএইচওকে যুক্তরাষ্ট্রের অনুদান দেয়া বন্ধ করে দেন ট্রাম্প। চীনে করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর জাতিসংঘের এই সংস্থাটির অব্যবস্থাপনার সমালোচনা করার পাশাপাশি তারা সত্য ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের ভাষ্য, ডব্লিউএইচও যদি বিশেষজ্ঞদের দিয়ে চীনের পরিস্থিতি যাচাই করতো এবং চীনের অস্বচ্ছতা প্রকাশ করে দিতো, তাহলে প্রাদুর্ভাব উৎসতেই নিয়ন্ত্রণ করা যেতো, মৃত্যুও অনেক কম হতো। তা না করে ডব্লিউএইচও চীনের সরকারের কার্যক্রমকে সমর্থন দিয়েছে।
এদিকে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যু সংখ্যা নব্বই হাজারের কাছাকাছি চলে এসেছে। একদিনে ১৬’শ ছাড়ানো মৃত্যু নিয়ে এরই মধ্যে সংখ্যাটি ৮৭ হাজার ছাড়িয়েছে। বেড়েছে আক্রান্তের সংখ্যাও।
কোভিড-১৯ নিয়ে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিসংখ্যানে জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১,৬৮০ জনের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ হাজার ৪৯৩ জন!
চব্বিশ ঘণ্টায় আক্রান্তের তালিকায় নতুন করে যোগ হয়েছে আরও ২৬ হাজার। তাতে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৪ লাখ ৪২ হাজার ৯২৪ জন, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।
এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৪২ হাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।