স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপ। আগামী ১ জুন থেকে শুরু হবে বৈশ্বিক এই টুর্নামেন্ট। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এই আসরকে ঘিরে দল গোছাতে ব্যস্ত দলগুলো।
আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের মতো দলগুলো। তবে এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ। শিগগিরই স্কোয়াড ঘোষণা না হলেও চলতি জিম্বাবুয়ের সিরিজ হতে পারে বিশ্বকাপের স্কোয়াড তৈরির একটি মঞ্চ। তাই তো খেলোয়াড়রাও জোর দিচ্ছেন নিজেদের পারফরম্যান্সে।
এই সুযোগটা কাজে লাগাতে চান মোহাম্মদ সাইফউদ্দিন। দীর্ঘ ১৮ মাস পর দলে ফিরে নিজের জায়গা পোক্ত করতেই চান এ পেস অলরাউন্ডার।
শুক্রবার চট্টগ্রামে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের প্রথম টি-২০ তে মাঠে নেমে নিজেকে চেনালেন নতুন করে। ব্যাটিংয়ে সুযোগ না পেলেও এদিন বোলিং দিয়ে নিজেকে প্রমাণ করলেন আবারও। জিম্বাবুয়ে সঙ্গে ৪ ওভার বোলিংয়ে মাত্র ১৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
এমন পারফরম্যান্সের পর স্বভাবতই প্রেস কনফারেন্সে এসে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে সাইফউদ্দিনকে। তিনি বলেন, প্রথমত আলহামদুলিল্লাহ। যেহেতু প্রায় ১৮ মাস পর আন্তর্জাতিক মাঠে ফিরলাম। আমার জন্য বিষয়টা কঠিন ছিল। যদি আমি বিশ্বকাপের দলে সুযোগ পেতে চাই আমার জন্য এই পারফরম্যান্সটার বিকল্প নেই। এর আগে ২০২২ বিশ্বকাপে আমি শেষ মুহূর্তে বাদ পড়ি পারফরম্যান্সের কারণে। এজন্য অনেক সিরিয়াস ছিলাম। চাচ্ছিলাম যে পারফর্ম করার।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-২০ তে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ব্যাটিং করে জিম্বাবুয়ে ১২৪ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটের দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলো স্বাগতিকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।