স্পোর্টস ডেস্ক : কাতারে বিশ্বকাপের সময় যে টুরিস্ট কিংবা ফুটবল দর্শকরা যাবেন তাদের জন্য নির্দেশিকা জারি করলো হায়া কার্ডের ম্যানেজমেন্ট। নির্দেশিকায় বলা হয়েছে, কাতারে দয়া করে আপনার সঙ্গিনীর হাত ধরে হাঁটবেন না। স্বামী-স্ত্রী সম্পর্কের বাইরে যৌন সম্পর্ক কাতারে দণ্ডনীয় অপরাধ। সেই ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। সমলিঙ্গের মানুষের এক ঘরে থাকার ওপরে অবশ্য নিষেধাজ্ঞা নেই। এলজিবিটিকিউ রাও নিজেদের রামধনু রঙের ব্যাজ দেখিয়ে স্টেডিয়ামে প্রবেশাধিকার পাবেন যদি তাঁদের বৈধ টিকিট থাকে।
এছাড়াও পোশাক-আশাক সম্পর্কেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মেয়েদের বোরখা পরার দরকার নেই। কিন্তু হাঁটুর নিচে স্কার্ট এবং কাঁধ খোলা পোশাক পরার বিষয়ে নিষেধাজ্ঞা আছে। ১০ লক্ষ বিদেশি কাতারে বিশ্বকাপ দেখতে আসবেন। হায়া কার্ড সংস্থা এমনই মনে করছে।
কাতারে বিয়ার, ওয়াইন এবং যে কোনো ধরনের স্পিরিট নিষিদ্ধ। স্টেডিয়ামে বিয়ারও নিয়ে যাওয়া যাবে না। নির্ধারিত স্ট্যান্ডে ম্যাচের আধাঘণ্টা আগে এবং ম্যাচের একঘণ্টা পরে বিয়ার ও অন্য হার্ড ড্রিঙ্কস পাওয়া যাবে। হায়া কার্ড সংগঠকরা জানাচ্ছে, কোনও বিদেশি যেন শূকরের মাংসে তৈরি কোনো খাবার নিয়ে কাতারে না আসেন। সো গর্ভবতী নারী ছাড়াও সমস্ত পুরুষ ও নারী দর্শকদের তাঁরা যে ওষুধ খান সেই প্রেসক্রিপশন নিয়ে আসতে বলা হয়েছে। কোনো ধরনের নারকোটিক্স ব্যবহার নিষিদ্ধ কাতারে। কেউ কোনো মাদক দ্রব্য ব্যবহার করলেই জেল- জানানো হয়েছে নির্দেশিকায়।
পরীক্ষা বাদ দিয়ে বাংলাদেশের জয় দেখতে এসেছিল মেয়েটি, ফিরল হতাশ হয়ে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।