স্পোর্টস ডেস্ক: গত বছর কোপা আমেরিকায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন জিওভান্নি লো সেলসো। আর্জেন্টিনার হয়ে সর্বশেষ দুই আন্তর্জাতিক প্রীটী ম্যাচেও একাদশে ছিলেন তিনি। তবে বিশ্বকাপ শুরুর আগেই চোটের কারণে ছিটকে গেলেন লিওনেল মেসির সতীর্থ লো সেলসোও। চোট সারাতে অস্ত্রোপচার করাতে হবে এই মিডফিল্ডারের। পুরোপুরি সেরে উঠতে তার সময় লাগবে এক মাসের মতো।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মেসি-ডি মারিয়াদের সঙ্গে কাতারে যাওয়া হচ্ছে না টটেনহাম থেকে ধারে ভিয়ারিয়ালে যোগ দেওয়া মিডফিল্ডার লো সেলসোর। ফলে আলবিসেলিস্তিদের হয়ে বিশ্বকাপ খেলার যে ক্ষীণ সম্ভাবনা ছিল, সেটুকুও মিলিয়ে গেল এই তারকার।
লো সেলসোও চোটের অস্ত্রোপচার না করিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলতে চেয়েছিলেন। এজন্য ক্লাবের দুই মাসের বেতন ছাড়তেও রাজি ছিলেন এই মিডফিল্ডার। তবে শেষমেশ সেটি আর হয়ে উঠেনি তার জন্য।
গত রবিবার লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হারের ম্যাচে চোটে পড়েন তিনি। ম্যাচের ৩০তম মিনিটে মাঠ ছাড়েন লো সেলসো। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, বিশ্বকাপের দলে তাদেরই রাখা হবে, যারা প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন। মানে পুরোপুরি ফিট স্কোয়াড নিয়েই বিশ্বকাপে নামতে চান মেসির দল।
২০১৮ বিশ্বকাপ আর্জেন্টিনা দলে থাকলেও লো সেলসোর ম্যাচ খেলা হয়নি। এবার স্বপ্ন দেখেছিলেন। কারণ, লিওনেল স্কালোনির আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ২০২১ সালে কোপা আমেরিকায় শিরোপা ঘরে তোলার মিশনে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
স্কালোনি কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘লো সেলসোর কোনো বিকল্প নেই।’ তবে এবার বাধ্য হয়েই বিকল্প খুঁজতে হবে স্কালোনিকে। বদলি হিসেবে দেখা যেতে পারে এনজো ফার্নান্দেজকে।
তবে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, লো সেলসোর ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে কি না, তাও নিশ্চিত নয় তারা।
কিন্তু স্প্যানিশ ও আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, লো সেলসোর জায়গায় এনজো ফার্নান্দেজ কিংবা এজেকুয়েল পালাসিওসকে দেখা যেতে পারে। আর্জেন্টিনার ২৮ জনের প্রাথমিক দলে ছিলেন লো সেলসো।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে পড়েছে লাতিন আমেরিকার দল আর্জেন্টিনা। তাদের প্রথম ম্যাচ ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে। এই গ্রুপে অন্য দুই দল মেক্সিকো ও পোল্যান্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।