স্পোর্টস ডেস্ক : অক্টোবরে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই বড় দুঃসংবাদ পেল ভারতীয় দল। ইনজুরিতে পড়েছেন দেশটির পেস আক্রমণের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপ আর খেলা হচ্ছে না তার।
এনিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনবধি কোনো বিবৃতি দেয়নি।
বুমরার পিঠে চোট রয়েছে। এই চোটের কারণে এশিয়া কাপেও খেলতে পারেননি ভারতীয় পেসার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। তখন রোহিত শর্মা জানান, ছোট একটা চোট রয়েছে ভারতীয় পেসারের। এ অবস্থায় নতুন খবর- পিঠে মারাত্মক চোট রয়েছে বুমরাহর। ৬ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার একটি সূত্র পিটিআইকে নিশ্চিত করেছে যে চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে বুমরাহকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোটের কারণে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা। আরও এক সিনিয়র ক্রিকেটারকে হারিয়েছে ভারত। বুমরাহর বদলে কাকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হবে সেটাই ভাবছে ভারতীয় বোর্ড। ইনজুরির কারণে সবশেষ এশিয়া কাপে না খেললেও সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেন বুমরাহ। কিন্তু ফের চোটে তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।