Advertisement
চাঁদপুর প্রতিনিধি: খুলনা থেকে চট্টগ্রামগামী একটি বাস তল্লাসি করে আনুমানিক ৬০০ কেজি (১৫ মণ) বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় গত রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাসটি থেকে এসব চিংড়ি উদ্ধার করে কোস্টগার্ডের সদস্যরা।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি আজ বিকালে জুমবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। পরে জব্দকৃত বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়েছে।
এ সময় কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার চাঁদপুর লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান, চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।