বিয়ের আগেই পালিয়ে গেল বরপক্ষ

জুমবাংলা ডেস্ক : খুলনার পাইকগাছা উপজেলার ৮নং রাড়ুলী ইউনিয়নের রাড়ুলী গ্রামে একটি বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ বেগম।

বুধবার বিকেল তিনটার দিকে স্থানীয় কিশোর কিশোরী ক্লাবের দেওয়া খবরের ভিত্তিতে এই বাল্যবিয়ে বন্ধ করে দেন তিনি।

জানা যায়, উপজেলার ৮নং রাড়ুলী ইউনিয়নের রাড়ুলী গ্রামের শেখ হাবিবুর রহমান তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে নোটারী পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে পাশ্ববর্তী তালা উপজেলার মোস্তফা গাজীর ছেলে আছাদুল গাজীর সাথে মেয়ের নানার বাড়ি উপজেলার হরিঢালীতে বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করে।

এরপর পাইকগাছা কিশোর কিশোরী ক্লাবের দেওয়া খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ বেগম এর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন ও ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন মেমের নানা বাড়ি বিয়ের আসর থেকে নাবালিকা মেয়ে ও মেয়ের অভিভাবককে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলেও বিয়ে বাড়িতে প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে বরপক্ষ পালিয়ে যায়।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মমতাজ বেগম ওই নাবালিকা মেয়ের অভিভাবককে বাল্যবিবাহ নিরোধ আইনে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং বিয়ে বন্ধ করে দেন।

জয় হল ভালোবাসার, স্ত্রী-সন্তানকে ফিরে পেলেন তুষার

Previous Article

কল রেকর্ড হচ্ছে কি’না বুঝবেন যেভাবে

Next Article

প্রধান শিক্ষিকার নামে প্রবাসী স্বামীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ