জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির যত্ন নেওয়ায় এক পুত্রবধূকে সম্মাননা দিয়েছে শিশু-কিশোরদের সমন্বয়ে গড়ে উঠা স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার সঙ্গী তাড়াশ’। সম্মাননা প্রাপ্ত গৃহবধূ রেহানা খাতুন উপজেলার পৌর এলাকার পূর্বপাড়ার সাইদার ফকিরের স্ত্রী।
শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনের পক্ষ হতে ওই গৃহবধুর হাতে সম্মাননা স্বারক তুলে দেন তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের এর সদস্য হিমেল, শুভ, মাসুদ রানা, ফারুক, মুগ্ধ, সায়েম, মুন্না, আমিন ও রাকিব প্রমূখ।
তারা বলেন, পিতা-মাতার সেবার মূল্য কখনো সম্মাননা স্বারক দিয়ে পূরণ করা সম্ভব না। আমরা চেষ্টা করছি মানুষকে বৃদ্ধ বয়সে বাবা-মা বা শ্বশুর-শাশুড়ির পাশে থেকে সেবা করতে উৎসাহিত করতে। এর জন্যই আমাদের এই প্রচেষ্টা।
তারা আরোও জানান, গৃহবধূ রেহানা খাতুন দীর্ঘদিন ধরে তার বৃদ্ধ শ্বশুর সাদেক আলী (ছাদু ফকির) ও শাশুড়ি তছিরন বেগমকে সেবা যত্ন করে আসছেন। সামাজিক মূল্যবোধ জাগরণ ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।