জুমবাংলা ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, আগামী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বর্তমানে দেশের মধ্যাঞ্চলে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং তা উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
ইতোমধ্যে ঢাকার টাঙ্গাইল, ফরিদপুর ও মাদারীপুর, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সিলেটের শ্রীমঙ্গল, রাজশাহীর ঈশ্বরদী, বগুড়া, বদরগাছী, তাড়াশ, বরিশাল বিভাগের বরিশাল, খেপুপাড়া, ভোলা, রংপুর ও খুলনা বিভাগে হালকা থেকে মাঝারী বৃষ্টি ও কিছু অঞ্চলে ভারী বর্ষণ ও বজ্রপাত হয়েছে।
সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বগুড়ায়, ১০৩ মিলিমিটার। তবে রাজধানীতে বৃষ্টিপাত হয়নি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াল। সর্বনিন্ম তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে এই তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।