নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে মুষলধারে বৃষ্টির মধ্যেই সড়কে পিচঢালাইয়ের কাজ করছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে এমন দৃশ্য দেখা গেছে।
বৃষ্টির পানি জমে থাকা অবস্থায়ও নির্মাণসামগ্রী ফেলে রোলার দিয়ে পেষার কাজ চলছে এ ঘটনা ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন মহলে উঠেছে নানান প্রশ্ন। সচেতন মহল বলছে, সরকারি অর্থের অপচয় চলছে; দায়িত্বশীলদের নীরবতা রহস্যজনক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একাধিক শ্রমিক মহাসড়কের খানাখন্দে নির্মাণসামগ্রী ফেলছেন এবং সেগুলোকে রোলার দিয়ে সমতল করছেন। জলাবদ্ধতার মধ্যেই কাজটি সম্পন্ন হচ্ছে।
রোলারচালক ইসলাম উদ্দিন বলেন, ‘সামনে ঈদুল আজহা, তাই খানাখন্দে ভরা সড়কে দ্রুত পিচঢালাই দেওয়া হচ্ছে। বৃষ্টির মধ্যে কাজ করলেও সমস্যা হবে না বলে আমরা মনে করি। আমি শুধু আদেশ পালন করছি।’
বাসচালক মো. সোহরাব হোসেন বলেন, ‘এই পিচঢালাই আজকের মধ্যেই উঠে যাবে। এত যানবাহন চলাচল করে এই সড়কে, সেখানে এভাবে পানির মধ্যে কাজ করা মানে টাকা নষ্ট করা।’
স্থানীয় কলেজশিক্ষক আব্দুল হাই ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গত কয়েক দিন প্রচণ্ড রোদ ছিল। তখন পিচঢালাই করলে টেকসই হতো। এখন বৃষ্টির মধ্যে কাজ করাটা কেবলমাত্র সরকারি অর্থের অপচয়। প্রয়োজন ভালো কর্মপদ্ধতি ও সঠিক সময় নির্ধারণ।’
সচেতন নাগরিকরা বলছেন, সড়ক নির্মাণ ও মেরামতের কাজে আরও স্বচ্ছতা ও দায়িত্বশীলতা প্রয়োজন। না হলে প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় হলেও মানুষ মেলে না টেকসই সেবা।
এ বিষয়ে গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার শরিফুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
গাজীপুরে মোগর খাল পুনরুদ্ধার ও খনন কার্যক্রমে প্রশাসকের পরিদর্শন
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.