জুমবাংলা ডেস্ক : একটি প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারীকে বেতনের পুরোটাই দিয়েছেন খুচরো পয়সায়। এতে চরম বিরক্ত হয়েছেন ওই কর্মী। এ নিয়ে আদালতে মামলাও ঠুকে দিয়েছেন। জানা গেছে, কাজ নিয়ে মালিকের সঙ্গে বনিবনা না হওয়ায় কর্মীকে ‘শায়েস্তা’ করতেই এমন কাজ করেছেন প্রতিষ্ঠানের মালিক। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায়।
‘মিরর’-এ প্রকাশিত প্রতিবেদনে এ ব্যাপারে বলা হয়েছে, অ্যান্ড্রিয়াজ ফ্লেটেন নামে একজন মেকানিকের সঙ্গে তার প্রতিষ্ঠানের মালিকের সম্পর্ক এতটাই তিক্ত পর্যায়ে পৌঁছেছিল যে, অ্যান্ড্রিয়াজ কাজ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন।
এজন্য মালিককে তার বেতনের পুরো টাকা মিটিয়ে দিতে বলেন। মালিক রাজিও হয়ে যান। তবে অ্যান্ড্রিয়াজকে শায়েস্তা করার জন্য ৯১৫ মার্কিন ডলারের পুরোটাই কয়েন এবং খুচরো পয়সায় দেন। যার ওজন ২৭৭ কেজি।
বস্তায় ভরে সেই টাকা দেয়া হয় অ্যান্ড্রিয়াজকে। সেই টাকা গুনতে তার সাত ঘণ্টা সময় লেগেছে বলে অভিযোগ তুলেছেন অ্যান্ড্রিয়াজ। শুধু তাই নয়, তার বেতনের পুরো টাকাটাও দেননি মালিক।
বিষয়টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অ্যান্ড্রিয়াজ। তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এমনকি যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের কাছে পৌঁছায় বিষয়টি। শ্রম দপ্তর বিষয়টি নিয়ে আদালতে যায়।
এর পরই মাইলস ওয়াকার নামে ওই মালিকের বিরুদ্ধে প্রশাসনকে পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়। তার বিরুদ্ধে কর্মীকে হেনস্থা, শ্রম আইন ভঙ্গ-সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।