জুমবাংলা ডেস্ক : বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল এনএসআই-এর সহকারী পরিচালক মো. ফরহাদ হোসেন বলেন, রবিবার (১০ অক্টোবর) বিকালে ভারতীয় পাসপোর্ট যাত্রী জামিনুর মন্ডল ও আনন্দ শীল ভারত থেকে বিপুল পরিমাণ কসমেটিক নিয়ে বাংলাদেশে আসার পর তাদের ব্যাগ চেকপোস্টে কর্মরত কাস্টমস কর্মকর্তাদের দিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় তাদের ব্যাগ থেকে যৌন উত্তেজক তেল অলিভ আর্ট ১৩৫ কেজি, নিভিয়া ক্রিম ১৪২ কেজি, ফেসওয়াশ ১০৬ কেজি, চকলেট কিটক্যাট ১৮৩ কেজি ও ১০৪ কেজি সনপাপরি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালগুলো কাস্টমস কর্মকর্তা সোহেল রানা জব্দ করে কাস্টমস গোডাউনে প্রেরণ করেন।
উল্লেখ্য, প্রতিদিন ভারতীয় এক শ্রেণীর পাসপোর্ট যাত্রীরা বিজনেস ভিসা নিয়ে ভারত থেকে বিভিন্ন মালামাল এনে বেনাপোলসহ আশেপাশের এলাকায় বিক্রি করে আবার দিনে দিনে ভারতে ফিরে যায়। কিন্তু বাংলাদেশিদের বিজনেস ভিসায় ভারতে যেতে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।