আবু সাঈদ, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার পর তাদের বহুল প্রত্যাশিত স্বপ্নের প্রধান ফটকের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বরের আগে ফটকের বাকি কাজ শেষ করে ২৯ সেপ্টেম্বর সকাল ১১ টায় এই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেরোবির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
ফটক উদ্বোধন বিষয়ে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “ফটকের কিছু কাজ বাকি আছে এই কাজগুলো এই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। আমার বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে। ২৯ তারিখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীদের নিয়ে একটি আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সকলের উপস্থিতিতে ফটক উদ্বোধনের করবো।এই ফটক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী,কর্মকর্তা কর্মচারী সবার একটি আবেগের জায়গা। বিশ্ববিদ্যালয়ের সবাই দীর্ঘ ১৬ বছর ধরে এই ফটকের জন্য অপেক্ষা করছেন। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, কর্মচারী -কর্মকর্তা সবার দীর্ঘ প্রতীক্ষার অবসান হোক। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হোক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়ের মূল ফটক”।
নতুন ফটক উদ্বোধন নিয়ে শিক্ষার্থী আকাশ বলেন, “বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী দীর্ঘ ১৬ বছর ধরে এই ফটকের অপেক্ষায় আছে। আমাদের অনেকগুলো চাওয়ার মধ্যেঅন্যতম একটি চাওয়া হলো বিশ্ববিদ্যালয়ের মূল ফটক। অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ভিডিওতে ফটক দেখে খুশি হয়েছিলাম।কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি হতে আসার পর বিশ্ববিদ্যালয়ের সেই ফটক না থাকায় খারাপ লেগেছিল। আগামী ২৯ তারিখ ফটকের উদ্বোধন হচ্ছে এতে আমি খুব খুশি।”
অর্থনীতি বিভাগের মোঃ রায়হান কোবির বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের চাওয়া। ২৯ তারিখ সে চাওয়া পূরণ হতে যাচ্ছে, এতে আমরা সবাই খুশি। নতুন ভিসি আসার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে সুবাতাস বইছে। আশা রাখি নতুন ভিসি পজিটিভ কাজগুলো চলমান রাখবেন।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।