জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের চৌধুরী হাটে ঘোড়ার মাংস বিক্রি করার অপরাধে সানাউল্লাহ (৩২) ও হামিদুল রহমান (৩৩) নামে দুই ব্যক্তিকে আটক করেছে বোদা থানা পুলিশ। এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের আটকের পর আইনি প্রক্রিয়া শেষে বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে জব্দকৃত মাংস পরীক্ষার জন্য বোদা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের চৌধুরীর হাটে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় একটি ঘোড়া জবাই করে মাংস বিক্রি কালে ৩৫ কেজি ঘোড়ার মাংসসহ বোদা থানা পুলিশ সানাউল্লাহ ও হামিদুর রহমান নামে দুই ব্যক্তিকে আটক করে। এ সময় ৩ থেকে ৪ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ক্ষতিকর মাংস বিক্রির অপরাধে সানাউল্লাহ ও হামিদুরসহ অজ্ঞাতদের বিরুদ্ধে বুধবার মামলা দায়ের করা হয়েছে। বোদা থানার এসআই লিপন কুমার বসাক বাদী হয়ে মামলা দায়ের করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।