নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত সফরে থাইল্যান্ড গেলেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
আজ (২৩ জুন) দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের বিমানে (টিজি-৩২২) ব্যাংককের উদ্দেশ্যে হযরত শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সফরকালীন সময়ে ব্যাংককের ওয়েস্টিন গ্র্যান্ড সুকুমভিত হোটেলে অবস্থান করবেন।
জি এম কাদেরের সফরসঙ্গী হিসেবে আছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও তার স্ত্রী, জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবং বিরোধীদলীয় উপনেতার সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট আবু তৈয়ব।
২৬ জুন স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে থাই এয়ারওয়েজের আরেক বিমানে ঢাকার উদ্দেশ্যে ব্যাংকক ত্যাগ করবেন। রাত ১টা ২৫ মিনিটে জাতীয় পার্টি চেয়ারম্যানের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
গত ২৪ মে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন জি এম কাদের। গত ২৯ মে দেশে ফিরে আসেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।