স্পোর্টস ডেস্ক : অলিম্পিক গেমসে নারী ফুটবল অন্তর্ভুক্ত হয় ১৯৯৬ সালে আটলান্টা থেকে। ৭ অলিম্পিক গেমসের ৫ টিতেই সেমিফাইনাল খেলেছে ব্রাজিল। তবে প্যারিসে চলমান অলিম্পিক গেমস নারী ফুটবলে কতদূর যাবে ব্রাজিল? গ্রুপ পর্বে এক ম্যাচ জিতে ও এক ম্যাচ হেরে কিছুটা অনিশ্চয়তার মধ্যেই আছে মার্তারা। শেষ ম্যাচের ফলই তাদের ভাগ্য নির্ধারণ করবে।
বুধবার সেই ভাগ্য নির্ধারণী ম্যাচে ব্রাজিলের মেয়েদের প্রতিপক্ষ স্পেন, যারা প্রথমবার অলিম্পিক ফুটবলে খেলতে এসে এখন পর্যন্ত ভালোই করেছে। জাপান ও নাইজেরিয়াকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে স্পেন। ৩ পয়েন্ট করে নিয়ে গ্রুপের দুই ও তিনে আছে জাপান ও ব্রাজিল।
নারী ফুটবলে ১২ দল খেলছে ৩ গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দলের সঙ্গে তৃতীয় হওয়া দলগুলোর সেরা দুটি উঠবে কোয়ার্টার ফাইনালে। স্পেনের বিপক্ষে জিতলে ব্রাজিলের নিশ্চিত হবে কোয়ার্টার ফাইনালের টিকিট। ড্র করলে বা হারলে তাকিয়ে থাকতে হবে সমীকরণের দিকে।
ব্রাজিলকে ঘিরে যে অনিশ্চয়তা সেটা হয়েছে তাদের চরম ব্যর্থতায়ই। আগের ম্যাচে জাপানের বিপক্ষে জিততে যাওয়া ম্যাচ হেরেছে মার্তারা। ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে লিডে থাকা ব্রাজিল ম্যাচ হেরেছে ইনজুরি সময়ে দুই গোল খেয়ে। ওই ম্যাচ জিতলে স্পেনের বিপক্ষে লড়াইটা হতো কেবলই আনুষ্ঠানিকতার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।