
Advertisement
জুমবাংলা ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ভাইয়ের লাঠির আঘাতে কলেজছাত্রী ছোট বোন রুমা আক্তারের (১৮) মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে উপজেলার ওয়ারেসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুমা কেন্দুয়া পারভীন উপজেলা সদরে সিরাজ মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, ফজু মিয়ার সাত ছেলে তিন মেয়ে। শনিবার বিকেলে ভাইদের মধ্যে ঝগড়া লাগলে ছোট বোন রুমা এগিয়ে যান। এ সময় লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে কেন্দুয়া আদমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুমা মারা যান।
তবে পরিবারের কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি বলে জানান ওসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।